শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

দুই সেশনেই শেষ হলো দিন

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১  

পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট সিরিজের শেষ টেস্টে মিরপুরে টসে হেরে বোলিং করতে নামে টাইগাররা। যদিও চা বিরতির পর আলোক স্বল্পতার কারণে খেলা আর মাঠে গড়ায়নি।


ম্যাচ শুরুর আগেই বৃষ্টির সম্ভাবনা ছিলো। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবও দেখা গেলো মাঠে।


চা বিরতির আগ অবধি পাকিস্তান দলের হাতেই খেলা ছিলো। প্রথম সেশনে তাইজুল ইসলাম দুইটি উইকেট শিকার করলেও দ্বিতীয় ইনিংসে পাত্তাই পায়নি টাইগাররা।


 ১৯ তম ওভারে দলের প্রথম উইকেট পায় তাইজুল ইসলাম।২৫ রান করে ফিরে যায় আব্দুল্লাহ। প্রথম টেস্টে দুর্দান্ত খেলা আবিদ আলীকে ব্যাক্তিগত ৩৯ রানে এবং দলের ৭০ রানে বোল্ড করে ফিরায় তাইজুল ইসলাম।


পরবর্তীতে আজহার আলী ও বাবর আজম পাকিস্তানের হয়ে হাল ধরে। দিনশেষে আজহার আলী ৩৬ রান করে এবং বাবর আজম ৬০ রান করে অপরাজিত থাকেন।


প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৬১ রান।

এই বিভাগের আরো খবর