শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

নিউজিল্যান্ডে কোয়ারেন্টিনে মুমিনুলরা

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১  

দুই টেস্ট সিরিজে নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ দল। আজ (শুক্রবার) সকালে ক্রাইস্টচার্চে পোঁছায় টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে বর্তমানে কোয়ারিন্টাইনে রয়েছে বাংলাদেশ দলের সকল সদস্যরা।


৮ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের খেলা শেষ হলে ওই রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হয় মুমিনুল বাহিনী। আজ ১০ ডিসেম্বর স্থানীয় সময় সকালের দিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পেঁৗছায় গেছে মুমিনুলরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে এ বছর দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডে গেছে তারা। ফেব্রুয়ারি-মার্চে সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ দল।


প্রথম টেস্টের জন্য পহেলা জানুয়ারি নামবে দুই দল। খেলা হবে মাউন্ট মঙ্গানুইতে। আরা দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে হবে ৯ জানুয়ারিতে।


নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টিন প্রটোকলের কারণেই বাংলাদেশকে আগেভাগে যেতে হয়েছে। গতবার ১৪ দিনের রুম কোয়ারেন্টিন করতে হয়েছিল।

এবার থাকতে হবে সাত দিন। এরপর করোনা পরীক্ষার ফল সাপেক্ষে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করার সুযোগ পাবে সফরকারীরা। সাত দিনে তিনটি কোভিড টেস্ট করানো হবে। করোনা নেগেটিভ হলেই মুক্ত হয়ে চলাফেরা করতে পারবেন তারা। এসকল তথ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে।


নিউজিল্যান্ডের মাটিতে এই পর্যন্ত ৩২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ম্যাচ জিতার সংখ্যা হলো শূন্য। বিশ্বকাপ ব্যর্থতার সাথে পাকিস্তানের বিরুদ্ধে দূর্বল পারফর্মেন্স নিয়ে ধুকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এই বিভাগের আরো খবর