শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

সরব নারায়ণগঞ্জ বিএনপি

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১  

 


# মহানগর বিএনপির সাথে সচল জেলা বিএনপিও
# যুবদলের মহানগর ও জেলার নেতাকর্মীরাও রাজপথে
# স্তিমিত ছাত্রদল-স্বেচ্ছাসেবকদল-মহিলাদল

 
 দীর্ঘদিন যাবৎ ঝিমিয়ে থাকা নারায়ণগঞ্জ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত সুচিকিৎসার দাবিতে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও কর্মসূচি পালন করেছে তারা। দলীয় প্রধানের মুক্তি ও সুচিকিৎসার দাবীকে অবশেষে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ রাজপথে নেমেছে নারায়ণগঞ্জ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলীয় প্রধানের মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে অবশেষে জেগে উঠছে নারায়ণগঞ্জ বিএনপি।


 সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুসারে, ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দন্ডিত হয়ে কারাবন্দী হন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া । দলীয় প্রধানের মুক্তির জন্য আইনি পথে হাঁটছে বিএনপি। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি । এদিকে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা খুবই খারাপ। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন। যেকোনো মুহুর্তে কোনো র্দূঘটনা ঘটে যেতে পারে বলে আশংকা। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া ধরকার তবে অনুমতি দিচ্ছে না সরকার। বাধ্য একের পর এক কর্মসূচি ঘোষণা করছেন বিএনপি। আর কেন্দ্রীয় ঘোষিত প্রতিটি কর্মসূচি পালন করছে নারায়ণগঞ্জ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিএনপি ও সহযোগী সংগঠন যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে একের পর এক কর্মসূচি প্রশাসনের সকল রক্তচক্ষুকে অপেক্ষা করে রাজপথে পালন করে যাচ্ছে। এতে করে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে থাকা নারায়ণগঞ্জ বিএনপি জেগে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


 এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এড. তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমরা দেশনেত্রীর মুক্তির আন্দোলনেই আছি। নেত্রীর মুক্তির আন্দোলনের জন্যই এখনও মিটিংই আছি।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, ‘নারায়ণগঞ্জ বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। অতীতে বিএনপির সকল আন্দোলন সংগ্রামই ঢাকা পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ থেকেই প্রথম জোরদার করা হয়েছিলেন। বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে উন্নত সুচিকিৎসার দাবিতে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা খুবই জোরালো ভাবে রাজপথে কর্মসূচি পালন করছে। দলীয় প্রধানের জন্য সকল ভেদাভেদ ভুলে সকলেই আজ ঐক্যবদ্ধ। দলীয় প্রধানের মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে প্রতিটি কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করছে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেগেছে নারায়ণগঞ্জ বিএনপি ইনশাল্লাহ মুক্তি পাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছি।’


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান জানান, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার র্দূদিনে যেমন আন্দোলন সংগ্রাম করার দরকার ছিলো তা আমরা নারায়ণগঞ্জ বিএনপি তেমন জোড়ালো ভাবে করতে পারেনি। দলীয় প্রধানের মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে নারায়ণগঞ্জে যে সকল মিটিং মিছিল হইতাছে কিন্তু বিএনপির সক্ষমতা আরও বেশী। আমরা যারা নেতৃত্বে আছি আমাদের নেতৃত্বের দূর্বলতা আছে। আমাদের কর্মী ও সমর্থকদেরকে সুসংগঠিত করে বেগম জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগমান ও সক্রিয় করতে হবে। তাহলে সরকার বাধ্য হবে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা করতে।’


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সবুর খান সেন্টু বলেন, ‘নেত্রীর মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি গুলো পালন করছে মহানগর বিএনপির নেতাকর্র্র্মীরা। আমরা প্রতিটি কর্মসূচিই রাজপথে পালন করছি। আগামীতেও কেন্দ্র থেকে নেত্রীর মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে যেকোনো কর্মসূচি ঘোষণা আসবে আমরা রাজপথে থেকেই তা পালন করবো। নেত্রীর জন্য সবাই আজ  ঐক্যবদ্ধ । সবাই নেত্রীর জন্য দোয়া করছেন।’


প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০১৭ সালে ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দেন। পরে ওই বছরের ৩০ অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদন্ড দেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা রিভিশন আবেদনের রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দেন। সেই মামলায় অসুস্থ হয়ে বর্তমানে তিনি প্যারলে মুক্তি পেয়ে গৃহবন্দী অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই বিভাগের আরো খবর