শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

সোনারগাঁয়ে ভাইস-চেয়ারম্যান পদে আলোচনায় তিনজন

এম মাহমুদ

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪  

 

আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে ভাইস চেয়ারম্যান পদে সোনারগাঁ উপজেলার হেভিওয়েট নেতাদের প্রার্থী হতে দেখা যাচ্ছে। যারা ইতিমধ্যেই জনসমর্থন প্রত্যাশায় ভোটারদের দ্বারপ্রান্তে ছুটে যাচ্ছেন। তবে ভাইস চেয়ারম্যান পদে উপজেলার হেভিওয়েট তিনজন নেতা প্রার্থী হওয়ায় ভোটের মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

 

স্থানীয়দের সূত্র মতে, আগামী ১১মে সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে আলোচনার সর্বশিখড়ে রয়েছে সোনারগাঁ উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী। মূলত সোনারগাঁ উপজেলা জুড়ে পূর্ব থেকেই ছাত্ররাজনীতি এবং যুবরাজনীতির বদৌলতে আলোচিত একজন নেতা হিসেবে সর্বমহলে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

 

কারণ ছাত্ররাজনীতি থেকেই তুখোড় ছাত্র নেতা হিসেবে পরিচিত ছিলেন মাসুম চৌধুরী। পরবর্তীতে সোনারগাঁ উপজেলা যুবলীগের সহ-সভাপতির পদ লাভ করার মাধ্যমে সোনারগাঁ জুড়ে একজন আলোচিত যুবনেতা হিসেবেও পরিচিতি লাভ করে। যার ফলে স্বল্প সময়ে একজন হেভিওয়েট নেতা হিসেবে আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোটের মাঠে জনসাধারণের কাছে উপজেলা জুড়ে আলোচনার সর্বশিখড়ে পৌঁছে গিয়েছেন।

অপরদিকে আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একজন ত্যাগী নেতা হিসেবে পুরো সোনারগাঁ জুড়ে চষে বেড়াচ্ছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ। মাহাবুব পারভেজ কাঁচপুরে ইউনিয়ন যুবলীগে সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে স্বচ্ছ রাজনীতির মাধ্যমে দলীয় কর্মকাণ্ডে নানা ভাবে অগ্রণী ভূমিকা রেখে সোনারগাঁ উপজেলা জুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়া যুব রাজনীতি করতে গিয়ে ক্ষমতাশীন দলের নেতা হওয়া সত্ত্বেও হামলা মামলার শিকার হয়েছেন। যার কারণে একজন ত্যাগী নেতা হিসেবেও পরিচিতি লাভ করেছেন।

 

তবে তার স্বচ্ছ রাজনীতির ফলে কাঁচপুর ইউনিয়ন তথা পুরো সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। যার ফলে আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জনসমর্থন প্রত্যাশায় পুরো সোনারগাঁ জুড়েই ব্যাপক ভাবে প্রচার প্রচারণা করে ভোটারদের দ্বারপ্রান্তে গিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সোনারগাঁয়ে ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত আজিজুল ইসলাম মুকুল ভাইস চেয়ারম্যান লড়াইয়ের ইচ্ছেমত প্রকাশ করেছেন।

 

যিনি এক সময়ে সোনারগাঁ সরকারী কলেজের সাবেক জিএস, সাবেক যুবলীগের সদস্য, সোনারগাঁ উপজেলার বঙ্গবন্ধু সংস্কৃতি জোটের সভাপতি, সোনারগাঁ উপজেলা খেলাঘর আসরের সভাপতি, সোনারগাঁ পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি  সভাপতি, বর্তমানে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের  সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদেও রয়েছেন। তবে তার রাজনৈতিক জীবনে বহু পদের দায়িত্বে থাকলেও কখনো দায়িত্ব পালন করতে গিয়ে সমালোচিত হয়নি।

 

উল্টো রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার পরও সাদামাটা জীবন অতিবাহিত করার কারণে তিনি উপজেলা জুড়েই আওয়ামী লীগের একজন দক্ষ সংগঠক এবং উপজেলা আওয়ামী লীগে একজন ক্লিন ইমেজের নেতা হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। যার ফলে উপজেলা জুড়ে একজন ক্লিন ইমেজের নেতা হওয়াতেই তিনি আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোটার মাঠে জনসমর্থন প্রত্যাশায় জনসাধারণের কাছে দারস্থ হয়ে প্রচার প্রচারণা করছেন। এস.এ/জেসি
 

এই বিভাগের আরো খবর