শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

জাফলং ভ‌্যা‌লী বো‌র্ডিং স্কু‌লের প‌রি‌চি‌তি সভা অনু‌ষ্ঠিত

স্টাফ রি‌পোর্টার

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০  

জাতীয় কা‌রিকুলা‌মের অধী‌নে প‌রিচা‌লিত সি‌লে‌টের শ্রীপুর জৈন্তাপুর এলাকায় ১৫০ একর এলাকাজু‌ড়ে অব‌স্থিত জাফলং ভ‌্যালী বো‌র্ডিং স্কুল এর প‌রি‌চি‌তি সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধায় নারায়ণগঞ্জ ক্লাব লি. এর ৪র্থ তলায় কনফা‌রেন্সরু‌মে নারায়ণগঞ্জবাসীর কা‌ছে স্কুল‌টি কার্যক্রম সম্প‌র্কে অব‌হিত কর‌তে এই প‌রি‌চি‌তি সভা‌টি অনু‌ষ্ঠিত হয়।

 

প‌রি‌চিত সভা সভাপ‌তিত্ব ক‌রেন জাফলং ভ‌্যালী বো‌র্ডিং স্কুলের ভাইস প্রিন্সিপাল মাহাবুব হো‌সেনের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত প‌রি‌চি‌তি সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত‌ ছি‌লেন ও‌য়েস্ট এপা‌রেলস এর এম‌.ডি অ‌সিফ হাসান মাহমুদ, C.E.O ই‌ঞ্জি. ম‌শিউর রহমান বিপ্লব, চেয়ারম‌্যান এস এম অাব্দুল্লাহ, বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি ও না‌সিক ১৬নং ওয়ার্ড কাউ‌ন্সিলর শেখ মোঃ নাজমুল অালম সজল, না‌সিক ১৩নং ওয়‌ার্ড কাউ‌ন্সিলর মাকসুদুল অালম খন্দকার খোর‌শেদ, ১২নং ওয়ার্ড কাউ‌ন্সিলর শওকত হা‌শেম শকু, ১০নং ওয়ার্ড কাউ‌ন্সিলর ইফ‌তেখার অালম খোকন, ৮নং ওয়ার্ড কাউ‌ন্সিলর মোঃ রুহুল অা‌মিন, ২২নং ওয়ার্ড কাউ‌ন্সিলর হান্নান সরকার, না‌সিক ১৩, ১৪ ও ১৫ নং ওয়া‌র্ডের সংর‌ক্ষিত ম‌হিলা অাস‌নের কাউ‌ন্সিলর শারমীন হা‌বিব বিন্নী সহ নারায়ণগ‌ঞ্জের স্থানীয় বি‌শিষ্ট ব‌্যা‌ক্তিবর্গ। প‌রি‌চি‌তি সভার উপস্থাপনা ক‌রেন জাফলং ভ‌্যালী বো‌র্ডিং স্কু‌লের বাংলা বিভা‌গের প্রভাষক মোঃ মোফাক্কুর।

 

সম্পূর্ন ম‌নোরম প‌রি‌বে‌শে অব‌স্থিত এই স্কুল‌টির সু‌য্গে সু‌বিধার ম‌ধ্যে র‌য়ে‌ছে ছাত্রাবাস, ইনডোর খেলাধূলার সু‌যোগ, খাবা‌রের জন‌্য সু‌বিশাল ডাই‌নিং স্পেস, মে‌ডি‌কেল ব‌্যাবস্থা, বিজ্ঞানাগার, বিকল্প বিদ‌্যুৎ ব‌্যাবস্থা, পাঠাগার, ক‌ম্পিউটার ল‌্যাব। স্কু‌লটির চেয়ারম‌্যান হা‌ফিজ এ. মজুমদার (এম‌পি)।

 

ট্রা‌স্টি বো‌র্ডের সদস‌্যরা হ‌লেন ম‌তিন চৌধুরী, মোঃ সাফওয়ান চৌধুরী, ইমরান অাহ‌মেদ, ক‌বির এ‌ইচ চৌধুরী, তপন চৌধুরী, এ কে অাজাদ, ম‌শিউর রহমান, ক‌বির ইয়াকুব, এ‌কে ওবায়দুর রব, লোকমান উ‌দ্দিন চৌধুরী, ইসমাইল হো‌সেন, ক‌্যাপ্টেন এ অর সিনহা, অাব্দুল্লাহ অাল মাহমুদ মা‌হিন, রেশাদুর রহমান। জাতীয় কা‌রিকুলা‌মের অধী‌নে ৬ষ্ঠ শ্রেনী থে‌কে ৯ম শ্রেনী ও একাদশ শ্রেনী‌তে ভ‌র্তি চল‌ছে।

এই বিভাগের আরো খবর