শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

সোনারগাঁ আ’লীগের ২১জনের আহবায়ক কমিটি, ১ জনকে বাদ দেয়ার চিন্তা

প্রকাশিত: ২২ মার্চ ২০২১  

দেড় বছর পর সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটিকে পূনর্বিন্যাস করে ২১সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। তবে কমিটি পুনর্বিন্যাস করতে না করতেই কমিটির একজনকে নিয়ে আপত্তি তুলেছেন খোদ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। অভিযুক্ত মাহবুব হোসেনকে কমিটি থেকে বাদ দিতে কাজ চলছে বলেও জানান তিনি। তবে নতুন কমিটিতে  সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত সিনিয়ল যুগ্ম আহবায়ক হিসেবে জায়গা পেয়েছেন। বাদ পড়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড.মাহফুজুর রহমান কালাম। 

 

 সোমবার (২২ মার্চ)  জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মো. বাদল স্বাক্ষরিত একটি চিঠিতে এড. সামসুল ইসলাম ভূঁইয়াকে  আহবায়ক, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে সিনিয়র যুগ্ম আহবায়ক, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারমান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহবায়ক হিসেবে রেখে ২১জনের কমিটি দেয়া হয়।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডা. আবু জাফর চৌধুরী বীরু, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, এস.এম জাহাঙ্গীর আলম, শামসুদ্দীন খাঁন আবু, বাবুল ওমর, আরিফ মাসুদ বাবু, মাহমুদা আক্তার ফেন্সি, আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, মোহাম্মদ আলী হায়দার, মোস্তাফিজুর রহমান মাসুম, মো. জহিরুল হক, মো. মাহবুব হোসেন সরকার, এড. আবু তাহের ফজলে রাব্বি, এড. ইকবাল হোসেন, লায়ন মো. মাহাবুর রহমান বাবুল, মো. মাহাবুর রহমান লিটন ও গাজী মজিবুর।

 


জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হাই সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহবায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের নির্দেশক্রমে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের লীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। চলতি মাসের ২৬ তারিখে আমরা  সোনারগাঁয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সভা করে নবগঠিত আহবায়ক কমিটি ঘোষণা করবো। 

 

আব্দুল হাই আরও বলেন, তবে এই কমিটিতে স্থান পাওয়া মো. মাহবুব হোসেন সরকারকে আহবায়ক কমিটিতে বাদ দেওয়া হবে।তার স্থানে নতুন কাউকে অন্তর্ভূক্ত করা হবে। কারণ, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৈদ্যারবাজার থেকে সে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া  নেতাকর্মীরা আওয়ামী লীগের আহবায়ক কমিটিতে স্থান পাবে না । আমরা আজকে কমিটির তালিকা প্রকাশ করার পর জানতে পারি  মো. মাহবুব হোসেন সরকার গত ইউপি নির্বাচনে  বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ করেন। সুতরাং তাকে আহবায়ক কমিটি  থেকে বাদ দেওয়া হবে। 
 

এই বিভাগের আরো খবর